খেলাধুলা

Sergio Busquets | ২০ বছরের বর্ণময় কেরিয়ার মেসির সতীর্থর, মরশুম শেষেই ফুটবলকে বিদায় জানাবেন সার্জিও বুস্কেটস!

Sergio Busquets | ২০ বছরের বর্ণময় কেরিয়ার মেসির সতীর্থর, মরশুম শেষেই ফুটবলকে বিদায় জানাবেন সার্জিও বুস্কেটস!
Key Highlights

বার্সেলোনার হয়ে ৪৮১ ম্যাচে ১১টি গোল আছে বুস্কেটসের। ফুটবলকে বিদায় জানাবেন সার্জিও বুস্কেটস।

মরশুম শেষেই ফুটবলকে বিদায় জানাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস। মেসির সতীর্থ এই তারকা প্লেয়ার ২০ বছরের দীর্ঘ কেরিয়ারে বার্সেলোনার হয়ে ৪৮১ ম্যাচে ১১টি গোল করেছেন। লা লিগা জিতেছেন ১০বার। ৩বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপও তিনবার করে জিতেছেন। ২০২৩ সালে চলে আসেন ইন্টার মায়ামিতে। জেতেন সাপোটার্স শিল্ড ও লিগস কাপ। বিদায়বার্তায় বুস্কেটস লিখেছেন, ‘সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ। ফুটবলের থেকে যা পেয়েছি কৃতজ্ঞ। আমার সুন্দর গল্পে আজীবন সমর্থকরা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবে।’