অর্থনৈতিক

Stock Market | বড়দিন কাটতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স এবং নিফটি৫০! দাম বেড়েছে বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টরের স্টকেরও

Stock Market | বড়দিন কাটতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স এবং নিফটি৫০! দাম বেড়েছে বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টরের স্টকেরও
Key Highlights

সকাল সাড়ে ৯টার সময় সেনসেক্স ৩৭৫ পয়েন্ট বেড়ে হয়েছিল ৭৮ হাজার ৮৩৭। নিফটি৫০ ১০৪ পয়েন্ট বেড়ে হয়েছিল ২৩ হাজার ৮৩২।

ঊর্ধ্বমুখী সেনসেক্স এবং নিফটি৫০। সকাল সাড়ে ৯টার সময় সেনসেক্স ৩৭৫ পয়েন্ট বেড়ে হয়েছিল ৭৮ হাজার ৮৩৭। নিফটি৫০ ১০৪ পয়েন্ট বেড়ে হয়েছিল ২৩ হাজার ৮৩২। বৃহস্পতিবার বাজার খোলার পরই বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টরের স্টকের দাম বেড়েছে। যার জেরেই দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জের সূচক বেড়ছে। এদিন ব্যাঙ্কিং সেক্টরের পাশাপাশি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, আদানি পোর্টস অ্যান্ড স্পেশ্যাল ইকোনমিক জ়োন, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার স্টকের দাম উল্লেখযোগ্য বেড়েছে।