Stock Market | নিম্নমুখী সেনসেক্স ও নিফটি৫০র গ্রাফ! তবে টেলিকম মন্ত্রক অধীনস্ত সংস্থার স্টকের দাম চড়েছে ১৭ শতাংশের বেশি
সপ্তাহের প্রথম দিন শেয়ার বাজার খোলার পর থেকেই নিম্নমুখী স্টক মার্কেটের প্রধান দুই সূচক সেনসেক্স ও নিফটি৫০র গ্রাফ।
সপ্তাহের প্রথম দিন শেয়ার বাজার খোলার পর থেকেই নিম্নমুখী স্টক মার্কেটের প্রধান দুই সূচক সেনসেক্স ও নিফটি৫০র গ্রাফ। বেলা সাড়ে ১২টা নাগাদ দুই সূচকই কমেছে ১.২০ শতাংশের বেশি। কিন্তু সেনসেক্স, নিফটির হাল খারাপ হলেও ইন্ডিয়ান টেলিকম ইন্ডাস্ট্রিজ় লিমিটেড বা আইটিআই লিমিটেড টেলিকম মন্ত্রকের অধীনস্ত একটি সংস্থার স্টকের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বেলা সাড়ে ১২টা নাগাদ ওই সংস্থার স্টকের দাম চড়েছে ১৭ শতাংশের বেশি। এক সময় তা ১৯.৩ শতাংশ বেড়ে ৫৪৫.৫৫ টাকায় পৌঁছে গিয়েছিল।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- সেনসেক্স
- শেয়ার বাজার