Chinmoy Prabhu | প্রয়াত সুপ্রিম কোর্টের আইনজীবী, জামিন স্থগিত চিন্ময় প্রভুর !

Sunday, May 4 2025, 4:33 pm
highlightKey Highlights

ঢাকায় সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী এম.আই.ফারুকীর প্রয়াণে রবিবার সুপ্রিম কোর্টে আইনি কার্যক্রম স্থগিত রাখা হল। রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন স্থগিত চেয়ে মামলার শুনানি হল না।


দেশদ্রোহিতার অভিযোগে গত ২৫ নভেম্বর সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ।প্রায় ৫ মাস পর গত ৩০ এপ্রিল ঢাকার হাই কোর্ট চিন্ময় প্রভুর জামিন মঞ্জুর করে। তবে জামিন মামলা নিয়ে আইনি জটিলতা থাকায় জেল থেকে বেরোতে পারেননি তিনি। রবিবার জামিন মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে ফের পিছিয়ে গেলো শুনানি। সূত্রের খবর, ঢাকায় সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী এম.আই.ফারুকীর মৃত্যু হয়েছে। বিচারপতিকে শ্রদ্ধা জানাতে এদিন সুপ্রিম কোর্টে আইনি কার্যক্রম আংশিকভাবে স্থগিত রাখা হল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File