Jammu Kashmir | জম্মু কাশ্মীরে সেনা-জঙ্গির গুলির লড়াই, নিকেশ জৈশ-ই-মহম্মদ সদস্য!
Friday, January 23 2026, 4:38 pm

Key Highlightsজম্মু কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেলো ভারতীয় সেনা।
জম্মু কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেলো ভারতীয় সেনা। নিকেশ হয়েছে এক জঙ্গি। সেনা এবং পুলিশ সূত্রে খবর, জঙ্গিরা জম্মু কাশ্মীরের কাঠুয়া এলাকায় লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পরেই কাঠুয়া জেলার বিলাওয়ার এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। জানা গিয়েছে, এনকাউন্টারে নিহত ওই সন্দেহভাজন জঙ্গি জৈশ-ই-মহম্মদ সদস্য। এমনকি ওই ব্যক্তি পাকিস্তানের নাগরিক বলেও প্রাথমিক ভাবে খবর। তাঁর দেহ উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, প্রচুর পরিমাণ এম-৪ অটোম্যাটিক রাইফেল।
- Related topics -
- দেশ
- ভারত
- জম্মু-কাশ্মীর
- জঙ্গিগোষ্ঠী
- জঙ্গি


