দেশ

Jammu and Kashmir | জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনী আর জইশ জঙ্গিদের সংঘর্ষ, চলছে ‘অপারেশন চের্জির’!

Jammu and Kashmir | জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনী আর জইশ জঙ্গিদের সংঘর্ষ, চলছে ‘অপারেশন চের্জির’!
Key Highlights

রবিবার বিকেলে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে জড়াল নিরাপত্তা বাহিনী।

জম্মু কাশ্মীরের কিশতওয়ার সেক্টরের হাদল গাল এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলছে। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছে, ‘অপারেশন চের্জির’ নামক এই অভিযানে কিশতওয়ারের দাচান এবং নাগসেনির মধ্যবর্তী খানকু জঙ্গলে কিছু সন্ত্রাসবাদীদের টার্গেট করা হচ্ছে। অভিযানে চালাচ্ছে পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ দল। সেনাকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় ৩ থেকে ৪ জন পাকিস্তানি জঙ্গি রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী কোন হতাহতের খবর পাওয়া যায়নি।