Sonobuoy । এবার ভারতও আকাশ থেকে ডুবোজাহাজ খোঁজায় হয়ে উঠবে দক্ষ! অত্যাধুনিক ‘সোনোবয়’ বিক্রির ছাড়পত্র দিল আমেরিকা
Monday, August 26 2024, 6:16 am
Key Highlightsডুবোজাহাজ খুঁজতে পারদর্শী অত্যাধুনিক ‘সোনোবয়’ ভারতকে বিক্রির ছাড়পত্র দিলেন আমেরিকার বিদেশ সচিব।
ডুবোজাহাজ খুঁজতে পারদর্শী অত্যাধুনিক ‘সোনোবয়’ ভারতকে বিক্রির ছাড়পত্র দিলেন আমেরিকার বিদেশ সচিব। এই যন্ত্রের আনুমানিক দাম আমেরিকার তরফে ঠিক করা হয়েছে ৫২.৮ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৪২.৫৩ কোটি। জানা যাচ্ছে, নৌসেনার মাল্টি মিশন এমএইচ-৬০ আর সি হক হেলিকপ্টারে নিযুক্ত করা হবে এই সোনোবয়। ডুবোজাহাজ খোঁজায় দক্ষ এই অত্যাধুনিক সোনোবয় যন্ত্রগুলি দেখতে লম্বা সিলিন্ডারের মতো। লম্বা বাক্সের মধ্যে রাখা থাকে সেটি। এর ভিতরে থাকা সেন্সরগুলির মাধ্যমে নির্ধারণ করা হয় সমুদ্রের কোথায় ডুবোজাহাজ রয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- আমেরিকা
- প্রতিরক্ষা

