Kolkata Metro | শুরু হবে এয়ারপোর্ট-বিরাটি রুটে মেট্রোর দ্বিতীয় দফার কাজ! তৈরী হবে ১.৭ কিমি দীর্ঘ দুটি টানেল!

শুরু হতে চলেছে কলকাতা মেট্রোর ইয়েলো লাইন অর্থাৎ কলকাতা এয়ারপোর্ট থেকে বিরাটি অংশের মেট্রোর কাজ।
শুরু হতে চলেছে কলকাতা মেট্রোর ইয়েলো লাইন অর্থাৎ কলকাতা এয়ারপোর্ট থেকে বিরাটি অংশের মেট্রোর কাজ। সেই কাজের জন্য ইতিমধ্যে প্রায় ১,৩০০ কোটি টাকার বরাত পেয়েছে একটি প্রথমসারির ইঞ্জিনিয়ারিং সংস্থা। দ্বিতীয় দফায় বিমানবন্দর থেকে বিরাটি পর্যন্ত মেট্রো যাবে মাটির তলা দিয়ে। সেজন্য ১.৭ কিমি দীর্ঘ দুটি টানেল তৈরি করা হবে। বিরাটি স্টেশনও তৈরি করা হবে মাটির নীচে। সেইসঙ্গে বিরাটি এবং মাইকেল নগর স্টেশনে দুটি সাবওয়েও তৈরির দায়িত্ব পেয়েছে ওই ইঞ্জিনিয়ারিং সংস্থা।