SEBI | ৩৯ স্টক ব্রোকার, ৭ কমোডিটি ব্রোকারের নিবন্ধন বাতিল করলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া

Monday, September 2 2024, 11:49 am
highlightKey Highlights

৩৯ স্টক ব্রোকার, সাতটি কমোডিটি ব্রোকার এবং ২২ ডিপোজিটরি অংশগ্রহণকারীদের নিবন্ধন বাতিল করলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI।


৩৯ স্টক ব্রোকার, সাতটি কমোডিটি ব্রোকার এবং ২২ ডিপোজিটরি অংশগ্রহণকারীদের নিবন্ধন বাতিল করলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI। জানা গিয়েছে, এই সংস্থাগুলির ফলাফলগুলি প্রয়োজনীয় সম্মতির প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে ব্যর্থ হয়েছে, যার ফলে বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাব্য ঝুঁকি তৈরি হয়েছে। যেসব স্টক ব্রোকারদের নিবন্ধন বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছে বেজেল স্টক ব্রোকার, রিফ্লেকশন ইনভেস্টমেন্টস এবং কোয়ান্টাম গ্লোবাল সিকিউরিটিজ। তালিকায় অন্যান্য ফার্ম যেমন অনন্যা কমোডিটিজ এবং ডেসটিনি সিকিউরিটিজ রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File