Gangasagar Mela | গঙ্গাসাগর মেলার তীর্থযাত্রীদের জন্য একাধিক বন্দোবস্ত শিয়ালদহ বিভাগের!

Thursday, January 9 2025, 11:46 am
highlightKey Highlights

মসৃণ ট্রেন পরিচালনা নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে শিয়ালদহ বিভাগ।


সামনেই গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই তীর্থযাত্রীদের সুবিদার্থে এবং সুরক্ষার জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে সরকার। এবার মসৃণ ট্রেন পরিচালনা নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে শিয়ালদহ বিভাগ। মেলার দিনগুলিতে শিয়ালদহ এবং নামখানার মধ্যে মোট ১০২ টি অতিরিক্ত ট্রেন পরিষেবা চলবে। স্টেশনগুলোতে থাকবে পর্যাপ্ত আলো ও জলের ব্যবস্থা। মেলার সময় যাত্রীদের টিকিট দেওয়ার জন্য থাকবে অতিরিক্ত বুকিং কাউন্টারও। থাকবে “মে আই হেল্প ইউ” বুথ, সম্পূর্ণ সজ্জিত মেডিক্যাল ইউনিট সহ একাধিক সুব্যবস্থা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File