Bangaon Local Derailed | দমদমে লাইনচ্যুত শিয়ালদহগামী বনগাঁ লোকাল ট্রেন! লাইনচ্যুত ১২ নম্বর কামরার চারটি চাকা!
Wednesday, May 14 2025, 8:03 am

, ট্রেনের ১২ নম্বর কামরার চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনে গতি কম থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি।
দমদমে লাইনচ্যুত শিয়ালদহগামী বনগাঁ লোকাল ট্রেন! একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা! রেল সূত্রে জানা গিয়েছে, ১২ বেজে ১০ মিনিট নাগাদ বনগাঁ থেকে শিয়ালদহ ঢুকছিল ডাউন বনগাঁ লোকাল। তবে দমদমে চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় আচমকা বিরাট ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। জানা গিয়েছে, ট্রেনের ১২ নম্বর কামরার চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনে গতি কম থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়েই ঘটনাস্হলে পৌঁছান রেল আধিকারিকরা এবং ইঞ্জিনিয়ররা। ট্রেনটি বর্তমানে ওইখানেই দাঁড় করানো রয়েছে। অ্যাকশন রিলিফ পৌঁছেছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ট্রেন লাইনচ্যুত
- লোকাল ট্রেন
- ট্রেন
- ভারতীয় রেল
- বনগাঁ
- দমদম