হাজার ফুট গভীর সমুদ্রের হদিশ মিলল মহাকাশে, রহস্য উদঘাটনে ব্যস্ত বিজ্ঞানীদের হাতে নয়া তথ্য
Monday, January 25 2021, 12:16 pm
Key Highlightsবিরাটাকার সমুদ্রের হদিশ মিলল মহাকাশে। মহাজাগতিক রহস্য উদঘাটনে ব্যস্ত বিজ্ঞানীদের হাতে নয়া তথ্য। যা দেখে অবাক তাঁরা। প্রায় হাজারের বেশি ফুট গভীরের সমুদ্রের খোঁজ মিলেছে শনির উপগ্রহ টাইটানে। যার আয়তন এতটাই বেশি যে সাবমেরিন চলাচল করতে পারে। সেই সমুদ্রের তলদেশে কী আছে তা জানতে মগ্ন বিজ্ঞানীরা। জলাশয়ের সঙ্গে মিল আছে পৃথিবীর। বিজ্ঞানীদের একাংশের মতে পৃথিবী জন্মলগ্নে যেমন দেখতে ছিল,টাইটানের এখন সেই রূপ। উত্তরমেরুতে পাওয়া গিয়েছিল ক্র্যাকেন মেয়ার নামে এক বড়সড় জলাশয়। যার মধ্যে ছিল ইথেন এবং মিথেন গ্যাসের তরল আকার। যার আয়তন ১ লক্ষ ৫৪ হাজার বর্গ মাইল।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- মহাজাগতিক
- বিজ্ঞান
- শনি উপগ্রহ

