Delhi | এখনও GRAP IV চালু 'বিষাক্ত' দিল্লিতে, হাইব্রিড মডেলে ক্লাস করানোর ছাড়পত্র পেল স্কুল কলেজেগুলি

Tuesday, November 26 2024, 12:50 pm
highlightKey Highlights

এখনও রাজধানী দিল্লির বায়ুর গুণগত মান অত্যধিক খারাপ ক্যাটিগরিতেই রয়েছে। মঙ্গলবার এই মাত্রা ছিল ৩৯৬ এর ঘরে।


এখনও রাজধানী দিল্লির বায়ুর গুণগত মান অত্যধিক খারাপ ক্যাটিগরিতেই রয়েছে। মঙ্গলবার এই মাত্রা ছিল ৩৯৬ এর ঘরে। এই আবহে দিল্লিতে GRAP IV চালু রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে অনলাইনের পাশাপাশি অফলাইনেও পড়ুয়াদের পঠনপাঠনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কলেজগুলিকে। কেন্দ্রের অধীনে থাকা কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট দূষণ পরিস্থিতির পর্যবেক্ষণ করে অনলাইনের পাশাপাশি অফলাইনেও ক্লাস করানোর ছাড়পত্র দিয়ে জানিয়েছে, হাইব্রিড মডেলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব ক্লাস করতে পারবে পড়ুয়ারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File