আন্তর্জাতিক

Austria Shootout | অস্ট্রিয়ার স্কুলে এলোপাথাড়ি গুলি! হামলায় মৃত্যু অন্তত ৮ জনের! আত্মঘাতী হামলাকারী!

Austria Shootout | অস্ট্রিয়ার স্কুলে এলোপাথাড়ি গুলি! হামলায় মৃত্যু অন্তত ৮ জনের! আত্মঘাতী হামলাকারী!
Key Highlights

মঙ্গলবার অস্ট্রিয়ার গ্রাজ শহরে সকাল ১০টা নাগাদ এক স্কুলের ভিতর থেকে পরপর গুলি চলার আওয়াজ আসে।

অস্ট্রিয়ার স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু অন্তত ৮ জনের! রয়টার্স সূত্রে খবর, মঙ্গলবার অস্ট্রিয়ার গ্রাজ শহরে সকাল ১০টা নাগাদ এক স্কুলের ভিতর থেকে পরপর গুলি চলার আওয়াজ আসে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় পুলিশ জানিয়েছে, “গুলি চলার খবর পেয়ে আমরা সেখানে যাই। শিক্ষক ও পড়ুয়াদের উদ্ধার করা হয়। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”জানা গিয়েছে, এলোপাথাড়ি গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন হামলাকারী।