রাজ্য

SSC | সোমবার ফের SSC-র গ্রুপ C-গ্রুপ D-র অযোগ্যদের তালিকা প্রকাশ কমিশনের

SSC | সোমবার ফের SSC-র গ্রুপ C-গ্রুপ D-র অযোগ্যদের তালিকা প্রকাশ কমিশনের
Key Highlights

এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডির অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।

সুপ্রিম কোর্টে এসএসসির দেওয়া তালিকা অনুযায়ী গ্রুপ C তে প্রায় ১১০০ এবং গ্রুপ D তে ‘টেইন্টেড’ বা ‘অযোগ্য’দের সংখ্যা ছিল প্রায় ২৩০০। সোমবার আরেক দফা অযোগ্যদের তালিকা ঘোষণা করলো এসএসসি। গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে মোট ৩৫১২ জন অযোগ্যর তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় রয়েছে অযোগ্যদের নাম ও রোল নম্বরও। যাদের নাম প্রকাশ করা হয়েছে তারা নয়া নিয়োগের জন্য আবেদন করতে পারবেন না। উল্লেখ্য, নভেম্বরের প্রথম সপ্তাহে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে।