SSC | আন্দোলনে বসে চাকরিহারারা, এরই মাঝে ‘যোগ্যদের’ তালিকা দিয়ে DIদের চিঠি পাঠাল স্কুল শিক্ষা দফতর!

Tuesday, April 22 2025, 1:10 pm
highlightKey Highlights

মঙ্গলবার ‘যোগ্যদের’ তালিকা দিয়ে ডিআইদের (DI) চিঠি পাঠাল স্কুল শিক্ষা দফতর!


যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করার দাবিতে সোমবার থেকে SSC অফিসের সামনে রাতভর আন্দোলনে বসে চাকরিহারারা। এদিকে মঙ্গলবার ‘যোগ্যদের’ তালিকা দিয়ে ডিআইদের (DI) চিঠি পাঠাল স্কুল শিক্ষা দফতর! অর্থাৎ যে তালিকা সাইটে আপলোড করার কথা ছিল তা ডিআইদের কাছে পৌঁছে দিল স্কুল শিক্ষাদফতর। সূত্রের খবর, শিক্ষা দফতরের তরফে DIদের চিঠি দিয়ে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের ভাষায় যাঁরা অযোগ্য নন এটা তাঁদের তালিকা। ফলত, এই সকল শিক্ষক, শিক্ষিকারা স্কুলে যাবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File