মমতা ব্যানার্জী

দীর্ঘ ছুটির পর আগামী ১৫ নভেম্বর থেকে রাজ্যে সমস্ত স্কুল-কলেজ খুলছে এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রীর

দীর্ঘ ছুটির পর  আগামী ১৫ নভেম্বর থেকে রাজ্যে সমস্ত স্কুল-কলেজ খুলছে এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রীর
Key Highlights

করোনার জেরে প্রায় ২০ মাস বন্ধ ছিল সমস্ত স্কুল, কলেজ। অনলাইনের মাধ্যমেই এতদিন পঠন-পাঠন চলছিল । করোনার কারণে প্রবল সমস্যায় পড়েছে পড়ুয়ারা। এই পরিস্থিতিতে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, পুজোর পর স্কুল খোলার চেষ্টা করা হচ্ছে। স্কুল ভবনগুলি মেরামতির জন্য অর্থ বরাদ্দও করেছিল রাজ্য সরকার। শারদীয়ার ছুটি শেষ হবার আগেই মুখ্যমন্ত্রী রাজ্যের স্কুল, কলেজ কবে থেকে খুলবে তা ঘোষণা করলেন। সোমবার মুখ্যমন্ত্রী বললেন, ‘১৫ নভেম্বর থেকে খুলবে রাজ্যের স্কুল, কলেজ।’