Dakhineswar Teacher Suicide । স্কুলে করা হতো মানসিক নির্যাতন, অবসাদে আত্মঘাতী দক্ষিনেশ্বরের স্কুলশিক্ষিকা
স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ভিডিয়ো পোস্ট করে নিজের বাড়িতে আত্মঘাতী হলেন দক্ষিনেশ্বরের এক স্কুলশিক্ষিকা।
স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ভিডিয়ো পোস্ট করে নিজের বাড়িতে আত্মঘাতী হলেন দক্ষিনেশ্বরের এক স্কুলশিক্ষিকা। পুলিশ সূত্রে খবর , মৃতার নাম জসবীর কউর (৫৮)। দক্ষিণেশ্বরের খালসা মডেল স্কুলের কিন্ডারগার্টেন বিভাগে শিক্ষিকা ছিলেন। ২০০৩ সালে তার স্বামী মারা যান। তখন থেকেই স্কুলে শিক্ষকতা শুরু করেন। মৃত শিক্ষিকার ভাইয়ের দাবি , গত পাঁচ বছর ধরে স্কুলের নতুন ম্যানেজমেন্ট এবং প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় তাকে মানসিক অত্যাচার করত ম্যানেজমেন্ট।