ISL-Kolkata League । ঘোষণা হলো আইএসএলের সূচি! কলকাতা লিগে ৮-১ গোলে রেলওয়ে এফসিকে হারালো মোহনবাগান
Sunday, August 25 2024, 4:28 pm

ঘোষণা হলো আইএসএলের সূচি। আজ কলকাতা লিগে গোলের বন্যা বইয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট।
ঘোষণা হলো আইএসএলের সূচি। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইএসএল ২০২৪। প্রথম ম্যাচেই মাঠে নামছে লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ১৪ তারিখ আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। ১৬ তারিখ মাঠে নামছে মহমেডান। লক্ষ্মী পুজোর তিনদিন পর, ১৯ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট-মোহন ডার্বি। অন্যদিকে, আজ কলকাতা লিগে গোলের বন্যা বইয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। রেলওয়ে এফসির বিরুদ্ধে খেলতে নেমে সবুজ মেরুন দল ৮-১ গোলে জিতল। প্রথমে পিছিয়ে গেলেও মোহনবাগান কামব্যাক করল ও জিতল।