WB Weather | কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা! গরম কি আদৌ কমবে?

আজ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সপ্তাহ শেষে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে রাজ্যে। কিন্তু এই ঝড় বৃষ্টির কারণে সেভাবে গরম কমবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। উল্টে ভ্যাপসা গরমের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। তবে মেঘলা আকাশ থাকায় দিনে প্রচন্ড গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।