Anil Ambani | প্রতারণার অভিযোগ আম্বানির বিরুদ্ধে! ‘ফ্রড’ রিপোর্ট করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া!

Thursday, July 3 2025, 7:13 am
highlightKey Highlights

রিলায়েন্স কমিউনিকেশনের ডিরেক্টর অনিল অম্বানীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, রিপোর্ট করতে চলেছে SBI


রিলায়েন্স কমিউনিকেশনের ডিরেক্টর অনিল অম্বানীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, রিপোর্ট করতে চলেছে SBI। জানা গিয়েছে, ২০১৫ সালে SBI থেকে ৩১ হাজার ৫৮০ কোটি নিয়েছিল অনিল অম্বানীর সংস্থা। কিন্তু অভিযোগ, সেই লোনের চুক্তি ভঙ্গ করে কোম্পানি। এরপরই প্রতারণার অভিযোগ আনা হয়। এরপর চলতি বছরের গত ২৩ জুন SBIর তরফে এই নিয়ে নোটিস পাঠানো হয়। সেই রিপোর্টেই উল্লে করা হয়েছে যে কোম্পানির লোন অ্যাকাউন্টকে ‘ফ্রড’ হিসাবে রিপোর্ট করা হবে। অনিল অম্বানীর নামেও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাছে অভিযোগ জানানো হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File