এটিএম থেকে টাকা তোলার নিয়মের ক্ষেত্রে বড় বদল আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
Thursday, October 28 2021, 12:32 pm
Key Highlights
জালিয়াতি রুখতে এটিএম থেকে টাকা তোলার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এনেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এ বার দেশের বৃহত্তম ব্যাঙ্ক সেই নিয়ম আরও কঠোর ভাবে মানার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ব্যাঙ্কের তরফ থেকে একটি টুইট করে জানানো হয়েছে, বেশি অঙ্কের টাকা তোলার ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে ওটিপি। অর্থাৎ, এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এসবিআই গ্রাহকদের সঙ্গে নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন। ১০ হাজার বা তার বেশি টাকা তুলতে হলে ফোনে একটি ওটিপি আসবে। সেটি ব্যবহার করার পরেই টাকা তোলা যাবে।
- Related topics -
- অর্থনৈতিক
- এসবিআই
- এ টি এম
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া