Sayani Das | এশিয়া ও ভারতের প্রথম মহিলা সাঁতারু হিসাবে পঞ্চম সিন্ধু জয় করলেন বঙ্গ তনয়া, কালনার সায়নী দাস
Saturday, August 31 2024, 12:35 pm
Key Highlightsরেকর্ড গড়ে সাতটি সিন্ধুর মধ্যে পঞ্চম চ্যালেন জয় করলেন কালনার বাসিন্দা সায়নী দাস।
এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসাবে পঞ্চম সিন্ধু জয় করলেন বঙ্গ তনয়া! রেকর্ড গড়ে সাতটি সিন্ধুর মধ্যে পঞ্চম চ্যালেন জয় করলেন কালনার বাসিন্দা সায়নী দাস। প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হিসাবেও সিন্ধু জয় করলেন সায়নী। চলতি বছরের এপ্রিল মাসেই নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল জয় করেন কালনার ২৬ বছরের তরুণী সায়নী দাস। দ্বিতীয় বাঙালি মহিলা হিসাবে ওই রেকর্ড গড়েছিলেন তিনি। নর্থ চ্যানেল জয়ের জন্য দীর্ঘ ১৩ ঘণ্টা ২২ মিনিট জলে ছিলেন সায়নী।
- Related topics -
- রাজ্য
- অন্যান্য
- বিশ্ব রেকর্ড
- রেকর্ড

