ফিক্সড ডিপোজিট নাকি ব্যাঙ্কের আমানত! কোনটা এবং কেন বেছে নেবেন আপনি?
Thursday, March 4 2021, 8:16 am
Key Highlightsমানুষ যেই পরিমান আয়ই করুন না কেন, সবশেষে তিনি ভাবেন যে কোথায় অর্থ সঞ্চয় করে রাখলে বেশি সুদ মিলবে। সেক্ষেত্রে অনেকেই ভাবেন ফিক্সড ডিপোজিট করবেন আবার অনেকে ব্যাঙ্কের আমানত করার কথা ভাবেন। তবে এই সব আমাদের জানতে হবে, যে উক্ত দুটি ক্ষেত্র আলাদা হলেও সেগুলি ঝুঁকিসম্পন্ন এবং এই দুয়েরই সুবিধা এবং অসুবিধা আছে। সবার আগে প্রয়োজন আপনি কিরকম বিনিয়োগ করতে চান, সেটি স্থির করা। সেই অনুযায়ী কাগজপত্র ভালোভাবে পড়ে নিয়ে তবেই সেই বিনিয়োগে মত দেওয়া। তাহলেই আপনি নিশ্চিন্তে ডিপোজিট করতে পারবেন।
- Related topics -
- লাইফস্টাইল
- ব্যাঙ্ক
- ব্যাঙ্কের সুদ
- ফিক্সড ডিপোজিট

