অর্থনৈতিক

৫০ এর উর্দ্ধে হলেই পেতে পারেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের পেনশন, জেনে নিন পেনশন পাবার কিছু নিয়ম

৫০ এর উর্দ্ধে হলেই পেতে পারেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের পেনশন, জেনে নিন পেনশন পাবার কিছু নিয়ম
Key Highlights

সাধারণ হিসাবে ৫৮ হলে তবেই আপনি পেতে পারেন ইপিএফও-র পেনশন। কিন্তু কিছু ক্ষেত্রে আপনি এই পেনশনের সুযোগ পেতে পারেন ৫০ পার হলেই। এমনকি ৫০ বছর না হলেও পেতে পারেন এই পেনশনের সুযোগ। সংসার খরচ অবসরের ধার ধারে না, তাই ধরে রাখুন জমানোর অভ্যাস আপনি চাকরিতে বহাল থাকলেও ৫৮ হলেই পেনশনের সুযোগ পাবেন। আপনার শারীরিক অক্ষমতার জন্য চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন এবং আপনার প্রতিবন্ধকতার কারণে আপনি কোনও কাজই করতে পারছেন না। আপনার ৫০ বছর বয়স কিন্তু আপনার চাকরি চলে গিয়েছে। আপনার অবর্তমানে আপনার পরিবারের জন্য পেনশন। আপনার অবর্তমানে আপনার পিতা-মাতাহীন সন্তানের বিয়ে হয়ে গেলেও ২৫ বছর বয়স পর্যন্ত আপনার পেনশন পাবেন।