আন্তর্জাতিক

নয়া করোনা ভাইরাসের থাবা জুজু ব্রিটেনে, সৌদি আরবের সব আন্তর্জাতিক উড়ান বন্ধের ঘোষণা।

নয়া করোনা ভাইরাসের থাবা জুজু ব্রিটেনে, সৌদি আরবের সব আন্তর্জাতিক উড়ান বন্ধের ঘোষণা।
Key Highlights

লন্ডনে এক নতুন ধরনের কোভিড-১৯ ভাইরাসের দেখা মিলেছে। যা এতদিনের চেনা ভাইরাসের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক। গত দু’সপ্তাহ ধরেই ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এই পরিস্থিতিতে সমস্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। নয়া ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সৌদি প্রশাসন সূত্রে খবর, আপাতত এক সপ্তাহের জন্য সমস্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছে। পরবর্তীতে পরিস্থিতি একইরকম উদ্বেগজনক থাকলে আরও এক সপ্তাহ তা বাড়ানো হতে পারে। এছাড়া সম্প্রতি ব্রিটেন–সহ অন্যান্য যে সমস্ত দেশে নতুন এই করোনা ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছে, সেখান থেকে আসা যাত্রীদের আগামী দু’‌সপ্তাহ সেলফ–আইসোলেশনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।