Dolphin | গঙ্গায় কমছে ডলফিনের সংখ্যা! কারণ খুঁজতে ভারতে প্রথমবার ডলফিনে করা হল স্যাটেলাইট ট্যাগিং
ভারতে প্রথমবার ডলফিনে করা হল স্যাটেলাইট ট্যাগিং। অসমের কামরুপে ডলফিনকে ট্যাগিং করে বহ্মপুত্রে ছেড়ে দেওয়া হয়েছে।
আধুনিক যুগে প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গিয়েছে যে, জঙ্গলে যেসব বন্য প্রাণী থাকে তাদের গতিবিধির ওপর নজর রাখা এখন অনেক সহজ কাজ। এবার জলভাগের প্রাণীদের ওপরও নজর দেবে ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউট অব ইন্ডিয়া। ভারতে প্রথমবার ডলফিনে করা হল স্যাটেলাইট ট্যাগিং। অসমের কামরুপে ডলফিনকে ট্যাগিং করে বহ্মপুত্রে ছেড়ে দেওয়া হয়েছে। এই ট্যাগিংয়ের ফলে সমুদ্রের তলায় প্রাণীরা কীভাবে থাকে, কী ঘটে তাদের সঙ্গে, সেই সব তথ্য জানা যাবে সহজেই। গঙ্গায় ডলফিনের সংখ্যা হ্রাস পাওয়ার কারণ খুঁজতেই এই পদক্ষেপ।
- Related topics -
- দেশ
- ভারত
- গঙ্গা নদী
- বিজ্ঞান ও প্রযুক্তি
- তথ্যপ্রযুক্তি কেন্দ্র