Satadru Dutta | ৩৮ দিন পর স্বস্তি, শর্তসাপেক্ষে যুবভারতীকাণ্ডে জামিন পেলেন শতদ্রু দত্ত!
Monday, January 19 2026, 2:15 pm

Key Highlightsযুবভারতীকাণ্ডের ৩৮ দিনের মাথায় অবশেষে জামিন পেলেন শতদ্রু দত্ত।
যুবভারতীকাণ্ডের ৩৮ দিনের মাথায় অবশেষে জামিন পেলেন শতদ্রু দত্ত। পাঁচ হাজার টাকার দুটি অ্যাসিওরেন্স বন্ডে তাঁকে অন্তর্বর্তী জামিন দিল বিধাননগর মহকুমা আদালত। যদিও অন্তর্বর্তী জামিন পেলেও একাধিক শর্ত মানতে হবে শতদ্রুকে। জানা গিয়েছে, সমস্ত ডকুমেন্ট জমা রাখার নির্দেশ দিয়েছে আদালত। এমনকি, অন্তর্বর্তী জামিনে থাকাকালীন বিধাননগর জুরিডিকশনের বাইরে যেতে পারবেন না শতদ্রু দত্ত। সেই সঙ্গে সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে তাকে এবং তদন্তে সহযোগিতা করতে হবে।
- Related topics -
- শহর কলকাতা
- খেলাধুলা
- জামিন


