Satadru Dutta | শতদ্রু দত্তের জামিনের আবেদন ফের খারিজ করল বিধাননগর মহকুমা আদালত

Friday, January 9 2026, 2:56 pm
Satadru Dutta | শতদ্রু দত্তের জামিনের আবেদন ফের খারিজ করল বিধাননগর মহকুমা আদালত
highlightKey Highlights

শুক্রবার বিধান নগর আদালতের শুনানিতে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত শতদ্রুকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ বিচারকের।


মেসি কাণ্ডে আরও বিপাকে আয়োজক শতদ্রু দত্ত। শুক্রবার শতদ্রুর জামিনের আবেদন খারিজ করলো বিধাননগর মহকুমা আদালত। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত শতদ্রুকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ বিচারকের। উল্লেখ্য, তদন্ত প্রক্রিয়া এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। আদালতে সরকারি আইনজীবী জানিয়েছে, ইতিমধ্যে প্রতারিত ১৩২৯ জন দর্শক টাকা ফেরত চেয়ে আবেদন জানিয়েছেন। যার মধ্যে ১০৮ জনকে চিহ্নিত করে, জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শতদ্রু ঘনিষ্ট চারজনকেও। বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File