চলে গেলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আশিস রায়। বেশকিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।
Wednesday, November 25 2020, 2:08 pm
Key Highlightsচলে গেলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আশিস রায়। মঙ্গলবার ভোরে মৃত্যু হয় অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। বেশ কয়েকদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন আশিস রায়। মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ওই সময় তাঁর ডায়ালিসিসও শুরু হয় কিন্তু আর্থিক টানাপোড়েনের জেরে শেষ পর্যন্ত অভিনেতার ডায়ালিসিস কীভাবে হবে, তা নিয়ে চিন্তায় পড়ে যান ঘনিষ্ঠরা। ওই সময় আশিস রায়ের হয়ে সাহায্যের আবেদনও জানানো হয় সোশ্যাল মিডিয়ায়।জানা যায়, সলমন খানের কাছেও সাহায্যের আবেদন জানানো হয়। তিনি সুস্থ হয়ে গেলে, সবার সব টাকা ফিরিয়ে দেবেন বলে নিজে জানান আশিস কিন্তু শেষ রক্ষা হয়নি।