Santosh Trophy | চলছে সন্তোষ ট্রফির তোড়জোড়, বাংলার দল ঘোষণা কোচ সঞ্জয় সেনের
Wednesday, January 14 2026, 3:56 am

Key Highlightsরবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, চাকু মান্ডিদের মতো পরীক্ষিত মুখদের পাশে এবার সুযোগ দেওয়া হয়েছে একঝাঁক নতুন মুখকে।
১২টি দল নিয়ে শুরু হবে ৭৯তম সন্তোষ ট্রফির মূল পর্ব। ইতিমধ্যেই মূল পর্বের জন্য ২২ সদস্যের নাম ঘোষণা করল বাংলা। এক নজরে ২২ সদস্যের বাংলা দল: গোলকিপার= সোমনাথ দত্ত, গৌরব সাউ। ডিফেন্ডার= সুজিত সাধু, মদন মান্ডি, জুয়েল আহমেদ মজুমদার, চাকু মান্ডি, মার্শাল কিস্কু, সুমন দে, বিক্রম প্রধান। মিডফিল্ডার= বিকি থাপা, তন্ময় দাস, প্রশান্ত দাস, শ্যামল বেসরা, সায়ন বন্দ্যোপাধ্যায়, বিজয় মুর্মু, আকিব নবাব, আকাশ হেমব্রম।ফরওয়ার্ড= সুময় সোম, উত্তম হাঁসদা, করণ রাই, রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- বাংলা দল
- সন্তোষ ট্রফি


