Sanjay Malhotra | RBIর নয়া গভর্নর হিসেবে নিযুক্ত হলেন ১৯৯০ সালের IAS সঞ্জয় মালহোত্রা
আগামী তিন বছরের জন্য RBIর নয়া গভর্নর হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় মালহোত্রা।
ঘোষণা হল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নরের নাম। আগামী তিন বছরের জন্য RBIর নয়া গভর্নর হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় মালহোত্রা। সোমবার তাঁর নাম ঘোষণা করল কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং। বর্তমানে তিনি মোদি সরকারের রেভিনিউ সেক্রেটারি পদে রয়েছেন। রাজস্থান ক্যাডারের ১৯৯০ সালের IAS এই সঞ্জয় মালহোত্রা। উল্লেখ্য, RBIর গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার, ১০ ডিসেম্বর। ২০১৮ সাল থেকে নিজের পাঁচ বছরের নির্দিষ্ট মেয়াদের বেশি সময়ে ধরে তিনি এই পদে রয়েছেন।