ব্যাক-টু-ব্যাক হারের জন্য দলে স্থানীয় ক্রিকেটার না থাকাকেই দুষছেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা
Friday, December 8 2023, 1:22 pm

আইপিএলের শুরুতেই মুখ থুবড়ে পড়েছে সানরাইজার্স হায়দরাবাদ । প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছেও হেরেছে ডেভিড ওয়ার্নারের অরেঞ্জ আর্মি। ব্যাক-টু-ব্যাক হারের জন্য টেনিস মহাতারকা সানিয়া মির্জার বাবা ক্ষোভ উগরে দিয়ে ট্যুইট করেছেন। পাশাপাশি ভয়ঙ্কর ভাবে করোনা সংক্রামিত মুম্বইয়ের মতো শহরে কী করে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সানিয়ার মেন্টর ও কোচ ইমরান। তিনি এও বলছেন কেন তাঁর শহর হায়দরাবাদের কথা ভাবা হচ্ছে না ভেন্যু হিসাবে!
- Related topics -
- আইপিএল ২০২১
- সানিয়া মির্জা
- ইমরান মির্জা
- খেলাধুলা
- আইপিএল