R G Kar | আর জি কর কাণ্ডের জের, সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন
Wednesday, August 28 2024, 1:00 pm
Key Highlightsআর জি কর কাণ্ডের জেরে IMA থেকে সাসপেন্ড করা হল সন্দীপ ঘোষকে।
আর জি কর কাণ্ডের জেরে IMA থেকে সাসপেন্ড করা হল সন্দীপ ঘোষকে। সূত্রের খবর, সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এর আগে ন্যাশনাল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনও সাসপেন্ড করে সন্দীপকে। 'তিলোত্তমা' ধর্ষণ খুনের ঘটনার পর IMA-র জাতীয় সভাপতির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। এরপরই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় IMA-র ডিসিপ্লিনারি কমিটি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, 'মৃত নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার সময় সমব্যথী ও সংবেদনশীলতার অভাব ছিল।
- Related topics -
- আর জি কর কান্ড
- ক্রাইম
- ধর্ষণ
- খুন
- ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

