পরিবেশ ও বন্যপ্রাণ সচেতনতার বার্তা নিয়ে সান্দাকফু অভিযান, পা মেলালেন ৬ বছরের শিশু ৬৭ বছরের প্রৌঢ়ও
Wednesday, January 27 2021, 10:32 am
Key Highlights
প্রবল ঠান্ডা। তাপমাত্রার পারদও হিমাঙ্কের বেশ কিছুটা নীচে। তার মাঝেই বঙ্গশীর্ষ সান্দাকফুতে গিয়ে পরিবেশ ও বন্যপ্রাণ সচেতনতার বার্তা পৌঁছে দিলেন বাংলার একদল অভিযাত্রী। এই অভিযানে ৬ বছরের শিশু যেমন ছিল, তেমনই মাঝবয়সী যুবক-যুবতী এমনকি ৬৭ বছর বয়সী প্রৌঢ়ও অংশ নিয়েছিলেন। সমগ্র অভিযানের পরিকল্পনা ও নেতৃত্বে ছিলেন এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা শীর্ষ আরোহনকারী প্রখ্যাত বাঙালি পর্বতারোহী শেখ সাহাবুদ্দিন। দলে যেমন ছিলেন হাওড়ার অরুণ, তাপস, প্রসেনজিৎ কিমবা ইছাপুরের সৌরভ, আফরোজ, জয়রা তেমনই ছিলেন হুগলীর পুলক, রায়গঞ্জের চন্দ্রনারায়ণরা।
- Related topics -
- পরিবহন
- সান্দাকফু
- পরিবেশ সুরক্ষা