রাজ্য

WBJEE Result | জয়েন্টে দ্বিতীয় নদিয়ার সাম্যজ্যোতি, দশম বর্ধমানের অর্ক, বর্তমানে আইআইটির ছাত্র তাঁরা!

WBJEE Result | জয়েন্টে দ্বিতীয় নদিয়ার সাম্যজ্যোতি, দশম বর্ধমানের অর্ক, বর্তমানে আইআইটির ছাত্র তাঁরা!
Key Highlights

দ্বিতীয় স্থান অধিকার করেছে নদিয়ার কল্যাণীর সাম্যজ্যোতি বিশ্বাস। উচ্চ মাধ্যমিকে সে প্রথম ১৫-এর মধ্যে ছিল।

পরীক্ষার ১১৭ দিন পর প্রকাশ হয়েছে জয়েন্ট এন্ট্রান্সের ফল। প্রথম দশে কলকাতা ছাড়িয়ে অন্যান্য জেলার কৃতীরা নাম তুলেছে। জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয় স্থান অধিকার করেছেন নদিয়ার কল্যাণীর সাম্যজ্যোতি বিশ্বাস। মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছিল সে। আইআইটি লক্ষ্য ছিল তাঁর। বর্তমানে সে মুম্বই আইআইটির ছাত্র। জয়েন্টে সপ্তম হয়েছে বর্ধমান মডেল স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়। জয়েন্টে দশম স্থান অধিকার করেছে বর্ধমান মডেল স্কুলের ছাত্র অর্ক বন্দ্যোপাধ্যায়। অর্ক বর্তমানে খড়গপুর আইআইটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে।