পুরনো বোতল দিয়ে তৈরি পোশাক! নেটদুনিয়ায় ভাইরাল। কত মূল্যের বিনিময় পাবেন এই পোশাক ?
Sunday, November 8 2020, 1:23 pm
Key Highlights
পুরনো বোতল কী কোনো কাজে লাগতে পারে? ফেলে দেওয়া বোতল দিয়ে তৈরি হতে পারে পোশাক, সে কথা ভেবে দেখেছেন কখনও? অস্বাভাবিক মনে হলেও তা এখন বাস্তব। রনো বোতল দিয়ে তৈরি পোশাক পরিহিত বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। মূলত ওই ম্যাক্সি ড্রেসে হাজারও রঙের খেলা। সঙ্গে রয়েছে দু’টি পকেট। পঙ্কজ ও নিধির ওই পোশাকের কোমরের কাছে রয়েছে একটি বেল্ট। যা পোশাকের নিচের অংশকে একেবারে অন্যরকম লুক দিয়েছে। এই পোশাক বর্তমানে নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে। সামান্থা আক্কিনেনি পরিহিত ওই পোশাক ২৭ হাজার টাকায় বিকোচ্ছে, যা মধ্যবিত্তের জন্য যে বেশ ব্যয়বহুল।
- Related topics -
- ফ্যাশন
- সামান্থা আক্কিনেনি
- প্লাস্টিকের বোতল
- পুনর্ব্যবহার
- পঙ্কজ ও নিধি