Salman Khan | অক্ষয়-হৃত্বিকের পর এবার সলমন খান, ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে দল কিনলেন 'সাল্লু' ভাই

Wednesday, June 25 2025, 5:14 pm
Salman Khan | অক্ষয়-হৃত্বিকের পর এবার সলমন খান, ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে দল কিনলেন 'সাল্লু' ভাই
highlightKey Highlights

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে দল কিনলেন সলমন খান। দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন সলমন।


অমিতাভ বচ্চন (মুম্বই), অক্ষয় কুমার (শ্রীনগর), সইফ করিনা (কলকাতা), হৃত্বিক (বেঙ্গালুরু), রামচরণ (হায়দরাবাদ) ও সুরিয়া (চেন্নাই)র পর এবার খেলার জগতে পা রাখলেন সলমন খান। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে দল কিনলেন বলিউডের ‘ভাইজান’। বুধবার ISPLআনুষ্ঠানিক ঘোষণায় জানালো, দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েছেন সলমন। দল কিনেই উচ্ছসিত সল্লু ভাই জানালেন, “ক্রিকেট এমন এক হৃদস্পন্দন, যা ভারতের প্রতিটি রাস্তার আনাচকানাচে প্রতিধ্বনিত হয়। আর সেই প্রতিধ্বনির শক্তি স্টেডিয়ামে পৌঁছলেই আইএসপিএলের মতো লিগের জন্ম হয়।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File