Key Highlights
কেন্দ্র থেকে গত বছরই ওয়েজ কোড বিল পাস করা হয়েছিল। যা আগামী এপ্রিল তথা অর্থনৈতিক বছর থেকে লাঘুব হবে। এই নিয়মে সুবিধা-অসুবিধা দুটিই আছে। এই নিয়ম অনুযায়ী, Gross salaryর মধ্যে Basic salary মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি হতে হবে। অর্থাৎ বর্তমানে আপনার হাতে টাকা থাকবে কম। কেটে নেওয়া অর্থ যোগ হতে পারে Provident Fund এবং Gratuity-তে। এই কারণে বেসরকারি সংস্থায় ছোট বড় সমস্ত স্তরের কর্মচারীদের বেতনের উপর প্রভাব পড়বে। মনে করা হচ্ছে, এর প্রভাব ইতিবাচক হবে বয়সকালে।
- Related topics -
- অর্থনৈতিক
- দেশ
- প্রভিডেন্ট ফান্ড
- গ্রাচুইটি
- ওয়েজ কোড বিল
- ভারতবর্ষ