Madhya Pradesh | গেরুয়া রাজ্যে ৫০ হাজার ভূতুড়ে সরকারি কর্মী! বেতন আত্মসাৎ করছে কারা?
Friday, June 6 2025, 6:20 pm
Key Highlightsবিজেপি শাসিত মধ্যপ্রদেশে ২৩০ কোটি টাকার বেতন দুর্নীতি! অভিযোগ, ৫০ হাজার ভূতুড়ে সরকারি কর্মীর তালিকা তৈরি করে আত্মসাৎ করা হচ্ছিল এই টাকা।
বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভ্যানিশ ৫০ হাজার সরকারি কর্মী। অথচ প্রতিমাসে বেতন স্যাংশন হচ্ছে সবার নামে। সূত্রের খবর, যে কর্মীদের বেতন দেওয়া হয়েছে তাঁদের নাম রয়েছে সরকারের খাতায়। রয়েছে কর্মী কোডও। কিন্তু ভেরিফিকেশন বা যাচাই অসম্পূর্ণ। অজ্ঞাত কারণে গত ডিসেম্বর মাস থেকে বেতন দেওয়া হচ্ছিলো না তাঁদের। গত ২৩ মে ট্রেজারি ও অ্যাকাউন্ট কমিশনার (সিটিএ) সমস্ত ড্রয়িং অ্যান্ড ডিসভার্সিস অফিসাদ (ডিভিও)দের এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। কমিশনার জানিয়েছেন কোনও রকম দুর্নীতি সরকার বরদাস্ত করবে না।
- Related topics -
- দেশ
- মধ্যপ্রদেশ সরকার
- মধ্যপ্রদেশ
- স্ক্যাম

