অলিম্পিকে ইতিহাস লিখলেন ভারতীয় সাঁতারু স্বজন প্রকাশ, শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

Wednesday, July 28 2021, 7:07 am
highlightKey Highlights

টোকিও অলিম্পিক ২০২০: প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে আসন্ন অলিম্পিকে জায়গা করে নিল কেরলের ২৭ বছরের সাঁতারু সজন প্রকাশ। গত ২৪শে জুলাই রোমের সেটে কোলি ট্রফিতে (Sette Colli Trophy) ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্ট তিনি শেষ করেছেন ১:৫৬:৩৮ সেকেন্ডে। এই ইভেন্ট শেষ করার পাশাপাশি তিনি একসাথে যেমন নতুন জাতীয় রেকর্ড গড়েছেন, অন্যদিকে ঠিক তেমনই অলিম্পিকে 'এ' কাট মানদণ্ড তৈরী করেছেন। নিয়মানুযায়ী অলিম্পিক্সের ছাড়পত্র হাতে পাওয়ার জন্য এক জন সাঁতারুকে ১:৫৬:৪৮ সেকেন্ডের মধ্যে প্রতিযোগিতা শেষ করতে হয়। সেখানে ভারতীয় সাঁতারু সজন প্রকাশ ১০ সেকেন্ড আগে ইভেন্ট শেষ করে এক নয়া ইতিহাস তৈরী করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File