আবারও করোনা পজিটিভ, কোয়ারেন্টিনে রয়েছেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল
Tuesday, January 12 2021, 7:36 am
Key Highlightsকোভিড পজিটিভ হওয়ায় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল বর্তমানে ব্যাঙ্ককের একটি হাসপাতালে আগামী ১০ দিনের জন্য কোয়ারেন্টিনে রয়েছেন। এই নিয়ে তিনি দু'বার করোনা আক্রান্ত হলেন। সম্প্রতি ২০২১ থাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপে অংশ নেন সাইনা নেহওয়াল। তার পূর্বেই করোনা আক্রান্ত হন তিনি। সোমবার সেই ছবি তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সাইনার পাশাপাশি প্রণয়ও করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে সাইনা নেহওয়াল এবং এইচ এস প্রণয় থাইল্য়ান্ড ওপেন থেকে ছিটকে গেলেন।
- Related topics -
- সেলিব্রিটি
- সাইনা নেহওয়াল
- করোনা-পরীক্ষা
- ব্যাডমিন্টন

