Saif Ali Khan Attack | ৪ বছরের জেহকে পণবন্দি করে কোটি টাকা আদায় করাই ছিল লক্ষ্য! মুখ খুললো সইফ আলী খানের হামলাকারী
Tuesday, January 21 2025, 7:09 am
Key Highlights৪ বছরের খুদে তারকা তথা করিনা সইফ আলী খানের ছোট ছেলে জেহকে পণবন্দি করে সইফের কাছ থেকে ১ কোটি টাকা আদায় করাই ছিল বাংলাদেশি শরিফুলের উদ্দেশ্য!
৪ বছরের খুদে তারকা তথা করিনা সইফ আলী খানের ছোট ছেলে জেহকে পণবন্দি করে সইফের কাছ থেকে ১ কোটি টাকা আদায় করাই ছিল বাংলাদেশি শরিফুলের উদ্দেশ্য! বাংলাদেশে ফিরে যাওয়ার আগে বড় অঙ্কের টাকা প্রয়োজন ছিল সইফ আলী খানের হামলাকারীর। এই কারণেই সে এই হামলার ছক করে। ইতিমধ্যে ধৃতকে আদালতে তোলা হয় এবং তাকে ৫ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। জানা যাচ্ছে, হামলাকারীকে থানে থেকে গ্রেফতার করা হলেও ঘটনার পর ২ ঘণ্টা সইফের বান্দ্রার অ্যাপার্টমেন্টের বাগানে লুকিয়ে ছিল ওই ব্যক্তি। অন্যদিকে, এখনও হাসপাতালেই রয়েছেন অভিনেতা।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- সাইফ আলি খান
- সাইফ আলী খান
- ক্রাইম
- হামলা
- বাংলাদেশ

