Sahil Chauhan । গেইল-নিকোলের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতরানের বিশ্ব রেকর্ড 'ভারতীয়'র!
Tuesday, June 18 2024, 11:09 am
Key Highlights
মাত্র ২৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন এস্তোনিয়ার সাহিল চৌহান (Sahil Chauhan)।
মাত্র ২৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন এস্তোনিয়ার সাহিল চৌহান (Sahil Chauhan)। চার মাস আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড গড়েছিলেন জান নিকোল লোফটি-ইটন। নামিবিয়ার ক্রিকেটার মাত্র ৩৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অবশ্য মাত্র ৩০ বলে শতরানের রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। কিন্তু এদিন দুই রেকর্ডই ভেঙে দিলেন সাহিল। এস্তোনিয়ার হয়ে খেললেও সাহিল ভারতীয় বংশোদ্ভূত। এই ক্রিকেটার সাইপ্রাসের বিরুদ্ধে তিন অঙ্ক ছুঁলেন মাত্র ২৭ বলে। শেষ পর্যন্ত করলেন ৪১ বলে ১৪৪ রান।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- টি টোয়েন্টি