বিনোদনঅসুস্থ হওয়ার কারণে এনসিবির দপ্তরে হাজিরা দিতে পারছেন না শাহরুখ-তনয় আরিয়ান

Key Highlightsগত রবিবারের পর সোমবারও এনসিবির দপ্তরে হাজিরা দেননি মাদককাণ্ডে জড়িত শাহরুখ পুত্র আরিয়ান খান। এনসিবির সমনের উত্তরে আরিয়ান জানিয়েছেন, তিনি জ্বরে ভুগছেন এবং তার মধ্যে করোনার উপসর্গও দেখা যাচ্ছে। সেই সঙ্গে তিনি হাজিরার তারিখও পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। এনসিবি সূত্রে খবর, আরিয়ান মামলার তদন্ত প্রক্রিয়া থেকে তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়েকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বদলে এনসিবি নিযুক্ত করা করেছে নতুন তদন্তকারী দল।