আন্তর্জাতিক

Sahara Desert | সাহারা মরুভূমিতে সবুজের চিহ্ন, জলের হদিশ! অভাবনীয় ছবি ধরা পড়ল নাসার স্যাটেলাইটে

Sahara Desert | সাহারা মরুভূমিতে সবুজের চিহ্ন, জলের হদিশ! অভাবনীয় ছবি ধরা পড়ল নাসার স্যাটেলাইটে
Key Highlights

পৃথিবীর অন্যতম শুষ্ক এবং রুক্ষ সাহারা মরুভূমিতে দেখা গেল সবুজের ছোপ, একাধিক হ্রদে জল।

পৃথিবীর অন্যতম শুষ্ক এবং রুক্ষ সাহারা মরুভূমিতে দেখা গেল সবুজের ছোপ, একাধিক হ্রদে জল। সম্প্রতি নাসার স্যাটেলাইটে ধরা পড়েছে এমন ছবি। নাসার তরফে জানানো হয়েছে যে একটি 'এক্সট্রা ট্রপিকাল' ঘূর্ণিঝড়ের কারণে গত ৭ সেপ্টেম্বর এবং ৮ সেপ্টেম্বর সাহারা মরুভূমির উত্তর পশ্চিম অংশে বৃষ্টি হয়েছে। মরক্কো, আলজেরিয়া, তিউনিশিয়া এবং লিবিয়ার মতো দেশের যে জায়গাগুলিতে কালেভদ্রে বৃষ্টি হয়, ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভালোমতো বর্ষণ পেয়েছে সেই এলাকাগুলি। আর তাতেই জন্ম হয়েছে গাছের। একাধিক হ্রদে জলও জমেছে।