করোনা আক্রান্ত হলেন সচিন তেন্ডুলকর, শনিবার টুইট করে একথা জানা তিনি
Saturday, March 27 2021, 6:48 am
Key Highlightsকরোনা আক্রান্ত সচিন তেন্ডুলকর। শনিবার সকালে নিজেই একটি টুইট করে একথা জানান সচিন। তিনি লেখেন, 'কোভিডকে দূরে রাখার জন্য আমি নিয়মিত কোভিড পরীক্ষা করাচ্ছিলাম এবং সবরকমের সর্কতা অবলম্বন করছিলাম। কিন্তু আজ আমরা করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, মুদৃ উপসর্গও রয়েছে। বাড়ির বাকি সকলের রিপোর্ট নেগেটিভ। আমি এখন হোম কোয়ারেন্টাইনে থাকব, এবং চিকিৎসকের সমস্ত পরামর্শ মানব। আমি সমস্ত স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। এবং দেশের বাকিদেরও ধন্যবাদ, ভাল থাকুন।'
- Related topics -
- খেলাধুলা
- সচিন তেন্ডুলকার
- কোভিড পজিটিভ
- কোভিড ১৯

