Sabarimala temple | ঠাকুরমশাই-ই চোর? শবরীমালা সোনা ‘চুরি’ কাণ্ডে গ্রেফতার প্রধান পুরোহিত, এখনও পর্যন্ত ধৃত ১১
Friday, January 9 2026, 5:45 pm

Key Highlightsপ্রধান অভিযুক্ত উন্নিকৃষ্ণন পট্টি এবং প্রাক্তন ত্রিবাঙ্কুর দেবস্বম বোর্ডের সভাপতি পদ্মকুমারের দেওয়া বিবৃতির ভিত্তিতে রাজীভারুকে গ্রেফতার করা হয়েছে।
২০১৯ সালে শবরীমালা মন্দিরের দ্বাররক্ষকের সোনার দরজা খুলে রক্ষণাবেক্ষণের জন্য পাঠানো হয়। পরে যখন তা ফেরত পাঠানো হয় জানা যায়, শবরীমালা মন্দিরের দরজা থেকে প্রায় সাড়ে চার কেজি সোনা উধাও হয়েছে। এই সোনা ‘চুরি’ কাণ্ডে এবার মন্দিরের প্রধান পুরোহিত কান্ডারারু রাজীবারুকে গ্রেফতার করল কেরালা হাই কোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট। SIT সূত্রে খবর, মামলায় প্রধান অভিযুক্ত উন্নিকৃষ্ণন পট্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রাজীভারুর। এ ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
- Related topics -
- দেশ
- শবরীমালা মন্দির
- সোনা উদ্ধার
- সোনা
- কেরালা হাইকোর্ট
- কেরল
- গ্রেফতার


