Vladimir Putin | দিল্লিতে পা পুতিনের! রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী

নির্দিষ্ট সময়ে দিল্লিতে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতে পৌঁছলেন, তাঁর দু'দিনের সফরে।
দুদিনের ভারত সফরে বৃহস্পতিবার সন্ধে ৬:৩৫ নাগাদ দিল্লিতে পা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁকে স্বাগত জানাতে পালাম বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আজ দুই রাষ্ট্রপ্রধানের নৈশভোজের সম্ভাবনা রয়েছে। আজ রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে পুতিনকে। হায়দরাবাদ হাউসে এক আয়োজিত হবে এক দ্বিপাক্ষিক বৈঠক। শুক্রবার ২৩তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতেও যাবেন রুশ নায়ক।
