Oil Import | রাশিয়ার তেল উৎপাদনকারী সংস্থা নিষিদ্ধ! পশ্চিম এশিয়া ও আটলান্টিক মহাসাগরীয় দেশগুলি থেকে তেল কিনছে ভারত

Monday, January 13 2025, 7:53 am
highlightKey Highlights

পশ্চিম এশিয়া ও আটলান্টিক মহাসাগরীয় দেশগুলি থেকে অপরিশোধিত তেল কেনা বাড়াচ্ছে ভারত।


গত শুক্রবার রাশিয়ার তেল উৎপাদনকারী সংস্থা গ্যাজ়প্রম নেফ্ট ও সারগাটনেফ্টগ্যাসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে US ট্রেজ়ারি। ফলে স্বাভাবিকভাবেই রাশিয়ার থেকে এখন তেল আমদানিতে সমস্যার সম্মুখীন হতে হবে। এই আবহে পশ্চিম এশিয়া ও আটলান্টিক মহাসাগরীয় দেশগুলি থেকে অপরিশোধিত তেল কেনা বাড়াচ্ছে ভারত। জানা গিয়েছে, গত সপ্তাহে দুটি ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ৬ মিলিয়ন ব্যারেল ওমান ও আবু ধাবির ‘মারবান’ ক্রুড কিনেছে। পাশাপাশি টেন্ডারের মাধ্যমে ইন্ডিয়ান অয়েলও ২ মিলিয়ন ব্যারেল WTI মিডল্যান্ড কিনেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File